1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ

কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

কিশোরগঞ্জে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সাংবাদিক সমাবেশ, প্রশিক্ষণ, র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিট সাংবাদিক সমাবেশ, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। শহরের আখড়াবাজার সেতু সংলগ্ন সৈয়দ নজরুল ইসলাম চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা ইউনিটের আহ্বায়ক রেজাউল হাবীব রেজা ও সদস্য সচিব আমিনুল হক সাদী।

এতে প্রধান অতিথি ছিলেন বিআরডিবির সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. নিজাম উদ্দিন।

আলোচনা সভায় জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা তাদের বক্তব্যে সাংবাদিকদের ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বারোপ করেন এবং সাংবাদিকদের উপর হামলা-মামলার প্রতিবাদ জানান।

পরে তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি