1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
ইন্দোনেশিয়া-শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা ১৮০০ ছুঁইছুঁই লন্ডন-দিল্লি আর পিন্ডিতে বসে কোনো রাজনীতি চলবে না: সাদিক কায়েম শেখ হাসিনা দেশের অস্তিত্বে বিশ্বাস করেননি : সালাহউদ্দিন ভারতে হাসিনার অবস্থান নিয়ে জয়শঙ্কর বললেন, সিদ্ধান্ত তাকেই নিতে হবে এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা মাগুরায় সাব-রেজিস্ট্রি ও ভূমি অফিসে পেট্রোল বোমা, অগ্নিকাণ্ড ভারতকে বাদে বাংলাদেশ-চীনসহ কয়েকটি দেশ নিয়ে আলাদা জোট করতে চায় পাকিস্তান পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে তুমুল গোলাগুলি স্বৈরাচার পতন দিবস আজ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির নিজস্ব ইচ্ছা: প্রেস সচিব

পাকুন্দিয়ার ৪৫০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

তীব্র শৈত্যপ্রবাহে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কর্মহীন হয়ে পড়া অসহায়, দিনমজুর, ভিক্ষুক ও প্রতিবন্ধী ৪৫০ পরিবার প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা পেয়েছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চরআলগী গ্রামের শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের তীব্র শৈত্যপ্রবাহে প্রান্তিক পর্যায়ের খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়ে মানবেতর জীবন যাপন করছিলেন।

বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৪৫০ পরিবারকে খাদ্য সহায়তার উদ্যোগ নেয়া হয়।

এর প্রেক্ষিতে চরআলগী গ্রামের শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়েছে।

পর্যায়ক্রমে উপজেলার মোট ৪৫০ পরিবারকে এসব খাদ্য সহায়তা দেয়া হবে। এর মধ্যে ভিক্ষুক ও প্রতিবন্ধীরা অগ্রাধিকার পাবেন।

খাদ্য সহায়তা হিসেবে প্রত্যেক পরিবার ১০ কেজি মিনিকেট চাল, দুই কেজি চিড়া, এক লিটার সয়াবিন তেল, এক কেজি করে লবণ, চিনি, মশুর ডাল ও ৫০০ গ্রাম নুডলস পাচ্ছেন।

বিতরণের সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রওশন করিম, মঠখোলা হাজী জাফর আলী কলেজের প্রভাষক আতাউর রহমান সোহেল, স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. আবদুল মান্নান, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম মোনায়েম, আলমগীর হোসেন ও স্থানীয় ইউপি সদস্য মো. রেনু মিয়া প্রমুখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি