1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন

আমরা চাই নির্বাচনে বিপুলসংখ্যক বিদেশি পর্যবেক্ষক থাকুক: পররাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

আমরা চাই নির্বাচনে বিপুলসংখ্যক বিদেশি পর্যবেক্ষক থাকুক, যাতে নির্বাচনের সময় কেউ গণ্ডগোল করার সুযোগ না পায় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় ভোলা সরকারি স্কুল মাঠে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর প্রচারণার ভোটের গাড়ি ‘ক্যারাভান’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ভোটের গাড়ির মূল উদ্দেশ্য হচ্ছে জনগণকে ভোটের বিষয়ে উদ্বুদ্ধ করা। কেননা, এখনো বহু মানুষ রয়েছে যারা কখনোই ভোট দিতে যাননি। তাদের বোঝাতে হবে যে ভোটের মাধ্যমে মতামত দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসঙ্গে গণভোটে দুটি ব্যালটে ভোট দেয়ার পদ্ধতিও জনগণকে জানানো হবে।

তিনি আরও বলেন, সত্যিকার অর্থে গত ১৫ বছরে দেশে কোনো নির্বাচন হয়নি। সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০০৮ সালে। এরপর বড় একটি জনগোষ্ঠী, বিশেষ করে যাদের বয়স ৩০ বছরের নিচে, তারা কখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি।

সাধারণ জনগণের দায়িত্ব সম্পর্কে উপদেষ্টা বলেন, জনগণের সামনে মূলত দুটি দায়িত্ব রয়েছে—একটি হলো নিজেদের মতামত দেওয়া, তারা কী পরিবর্তন চান বা চান না তা প্রকাশ করা। দ্বিতীয়টি হলো এমন জনপ্রতিনিধি নির্বাচন করা, যারা জনগণের মতামতকে গুরুত্ব দেবে।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে ভোটের গাড়ি ‘ক্যারাভান’ ভোলার বিভিন্ন এলাকায় প্রচারণা কার্যক্রম শুরু করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি