ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় একটি কারখানার শ্রমিককে তুলে নেওয়ার অভিযোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। রোববার (২১ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, জামিরদিয়া এলাকায় অবস্থিত পিএ নিট কম্পোজিট লিমিটেডের শ্রমিকরা সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর থেকে কারখানার নিজস্ব বাসে করে কাজে আসার পথে সৌখিন পরিবহনের একটি বাস শ্রমিকবাহী গাড়িকে ধাক্কা দেয়। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে ওই বাসের চালকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আমিনুল নামের এক শ্রমিক সৌখিন পরিবহনের বাসে উঠে চালকের সঙ্গে কথা বলার সময় তাকে বাসের ভেতরেই আটকে রেখে গাড়িটি ময়মনসিংহের দিকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন শ্রমিকরা।
এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে শ্রমিকরা সৌখিন পরিবহনের কয়েকটি বাস আটক করে রেখে অন্য যানবাহন চলাচল করতে দেন।
ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ জানান, শ্রমিককে তুলে নেওয়ার অভিযোগে মহাসড়ক অবরোধ করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সৌখিন পরিবহনের বাসগুলো আটক রয়েছে এবং আটক শ্রমিককে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে।