1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০১:১৬ অপরাহ্ন

বডি ওর্ন ক্যামেরাসহ ওসমান হাদির জানাজায় থাকছে পর্যাপ্ত পুলিশ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির নামাজে জানাজা উপলক্ষে এক হাজার বডি ওর্ন ক্যামেরাসহ রাজধানীতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ওসমান হাদির জানাজা ঘিরে বাড়তি নিরাপত্তা এবং মাঠ পর্যায়ে বডি ওর্ন ক্যামেরাগুলোর কার্যকারিতা যাচাই করতেই এই সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি।

তিনি বলেন, ‘কোনো নিরাপত্তা শঙ্কা নেই, মূলত আমাদের রেগুলার ইনস্ট্রুমেন্টের অংশ হয়ে যাচ্ছে বডি ওর্ন ক্যামেরাগুলো। এ কারণেই এগুলোর কার্যকারিতা যাচাই করা প্রয়োজন, যাতে আমরা কেন্দ্রীয়ভাবে মাঠের কার্যক্রম তদারকি করতে পারি।’
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেওয়া তথ্য অনুসারে, বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে তার মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওসমান হাদির জানাজা ও দাফন উপলক্ষ্যে নানা প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও।

শুক্রবার রাতে সিন্ডিকেটের এক অনলাইন বৈঠকে হাদির দাফন ঘিরে ক্যাম্পাস এলাকা বিশেষ করে কবি নজরুলে সমাধিস্থলের আশপাশে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে সেসব বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি