সাংবাদিক আনিস আলমগীরকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার সন্ধ্যায় ধানমন্ডির একটি জিমনেসিয়াম থেকে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয়।
আরেক সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না নিজের ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন। তবে ডিবির পক্ষ থেকে এখনও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এদিকে রাত নয়টার দিকে আনিস আলমগীর একাধিক গণমাধ্যমে নিজের ব্যবহৃত মোবাইল ফোন রিসিভ করে জানিয়েছেন, ধানমণ্ডি এলাকার একটি জিম (ব্যায়ামাগার) থেকে তাকে ডিবিতে আনা হয়েছে। ডিবির পক্ষ থেকে তাকে বলা হয়েছে, তাদের প্রধান আমার সঙ্গে কথা বলবেন।
তিনি আরও বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে ধানমন্ডি থেকে আনা হয় এবং রাত ৮টার দিকে তারা ডিবি কার্যালয়ে পৌঁছান। তখন থেকে তিনি সেখানেই (ডিবিতে) অপেক্ষা করছেন।