ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির সময় যে বাইক ব্যবহার করা হয়েছে সেটির চালক আলমগীরের ২ ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল। আটকরা হলেন মো. মিলন ও হাবিবুর রহমান হাবিব।
রোববার (১৪ ডিসেম্বর) ভোরে রাজধানীর অদূরে হেমায়েতপুরের জাদুর চর থেকে তাদের আটক করা হয়েছে বলে ডিএমপির একাধিক সূত্র নিশ্চিত করেছে।
সূত্রগুলো বলছে, কিলিং মিশনে অংশ নেওয়া বাইকচালক আলমগীরের খুবই ঘনিষ্ঠ সহযোগী এ দুজন। ঘটনার দিন আলমগীর ও আটক দুজনের মধ্যে সব মিলিয়ে শতাধীকবার ফোনে কথা হয়েছে।
সূত্রমতে, বাইকচালক আলমগীরের ফোন থেকে মিলনের ফোনে ৭৪ বার যোগাযোগের তথ্য মিলেছে ৷ অপরদিকে হাবিবের ফোনে আলমগীরের ফোনে যোগাযোগ হয়েছে ৫২ বার।