1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:০২ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপিতে যোগ দিলেন শাহাদাত সেলিম, পেলেন লক্ষ্মীপুর-১ আসনের মনোনয়ন চট্টগ্রাম বন্দরে প্রতিটি জায়গায় চাঁদাবাজি, প্রতিদিন ওঠে দুই-আড়াই কোটি রাজধানীতে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, সন্দেহ গৃহকর্মীকে সব অপরাধ বন্ধের ম্যাজিক আমার কাছে নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা একটি দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করছে : সালাউদ্দিন নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন বিএনপি নেতা ফজলুর রহমান ৫০ ব্যবসায়ীর কাছে ঋণ ৩ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে বিএনপি নেতা ফজলুর রহমান হাসিমুখে ট্রাইব্যুনালে শাজাহান খান, বিষণ্ণ পলক শেখ হাসিনার ‘হেভিওয়েট’ মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জন ট্রাইব্যুনালে

বিএনপিতে যোগ দিলেন শাহাদাত সেলিম, পেলেন লক্ষ্মীপুর-১ আসনের মনোনয়ন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম।

সোমবার (৮ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমদু চৌধুরীর হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে শাহাদাত হোসেন সেলিম ধানের শীষ প্রতীকে লড়বেন বলে জানায় বিএনপি।

বিএনপিতে যোগ দিয়ে শাহাদাত হোসেন সেলিম বলেন, ছাত্রদল দিয়ে আমার রাজনীতি শুরু হয়েছে। পরে চট্টগ্রাম বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলাম। কোনো হয়ত আমার বিএনপি ছাড়তে হয়েছে। আমি সব সময় হৃদয়ে বিএনপিকে ধারন করতাম। ২০১২ সালের পর থেকে আমি প্রত্যক্ষভাবে বিএনপি সঙ্গে রাজনীতি করেছি।

বিএলডিপির যেসব নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে তাদেরকে মূল্যায়ন করার আহ্বান জানান সেলিম।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা যুগপথভাবে রাস্তায় নেমেছি, আন্দোলন করেছি, তার মধ্যে বিএলডিপি অন্যতম। তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ সংগ্রামের মাধম্য স্বৈরশাসকের পতন ঘটিয়েছি।

আগামী নির্বাচনে শাহদাত সেলিমকে ধানের শীষের মার্কায় মনোনয়ন দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে জানান আমির খসরু। তিনি বলেন, এই মনোনয়ন তিনি অর্জন করেছেন। সুতরাং আমাদের সবাইকে ধানের শীষের পক্ষ থেকে তাকে নির্বাচনে জয়ী করে আনতে হবে।

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, শাহাদাত হোসেন সেলিম দীর্ঘদিন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছেন বিএনপির সঙ্গে যুগপৎ থেকে। তিনি ১২ দলেীয় জোট থেকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।

তিনি আরও বলেন, তিনি আজকে বিএনপিতে যোগদান করেছেন। লক্ষীপুর জেলার পক্ষ থেকে আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেন, ‘এক সময় শাহাদাত হোসেন সেলিম বিএনপিতে ছিল। চট্রগ্রাম মহানগর বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন। তিনি ছাত্রদলও করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি