আমাকে যদি ফাঁকি দেন, ফাঁকি দেবেন আল্লাহকে-এমন এক বক্তব্য ভাইরাল হয়েছে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসীম উদ্দিনের।
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা থেকে ভিডিওটি ভাইরাল হতে থাকে। তার এই বক্তব্য ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয় ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে।
হাজী জসীম উদ্দিন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব।
১৫ সেকেন্ডের ভাইরাল ওই ভিডিওতে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী হাজী জসীম উদ্দিনকে বলতে শোনা যায়, আমাকে যদি ফাঁকি দেন ফাঁকি দেবেন আল্লাহকে। আল্লাহকে যদি ফাঁকি দেন তাহলে এটা বিএনপির ওপরে, নেত্রী অসুস্থ এই গজব আমাদের ওপরে পড়বে। এটা একটা ধানের শীষ, এটা একটা পবিত্র আমানত। আজকে এখানে যারা আছেন, আপনারা ওয়াদা করতে হবে যে.. তখনই ভিডিওটি শেষ হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়া পেশাজীবি পরিষদের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী জসীম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি দীর্ঘ বক্তব্য দেন। তার বক্তব্যের একটি অংশ রেকর্ড করে তা অনলাইনে ছড়িয়ে দেন কেউ একজন। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, বক্তব্যটি আমি এখনও দেখিনি। তিনি যদি এমন কথা বলে থাকেন তবে এই বক্তব্য বিএনপি সমর্থন করে না। সংগঠন বিরোধী কোনো কথা হলে আমরা অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেব।