1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ

আদালত অবমাননা: ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

শেখ হাসিনার রায়কে ঘিরে আদালত অবমাননার অভিযোগে কিশোরগঞ্জ -৪ আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানকে তলব করা হয়েছে। আগামী ৮ ডিসেম্বর সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

রোববার (৩০ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার এ আদেশ দেন।

এ সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, ‘এ ট্রাইব্যুনাল মানি না- এমন বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার সামিল।’ বিএনপি নেতা ফজলুর রহমানের ওকালতির লাইসেন্স আছে কি না সে প্রশ্নও করেন তিনি।

এর আগে, গত ২৬ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।

অভিযোগে বলা হয়েছে, একটি টকশোতে ফজলুর রহমান বলেছেন- এই কোর্টের গঠনপ্রক্রিয়া বলে, এই কোর্টে বিচার হইতে পারে না। এই কোর্টে যারা বিচার করছেন, আমার ধারণা এদের মধ্যে ভেতরে একটা কথা আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি