1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ

‘খালেদা জিয়ার জন্য সারাদেশের মানুষ কাঁদছে, হাসিনার জন্য কথা বলারও কেউ নেই’

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

আজ অসুস্থ খালেদা জিয়ার জন্য সারাদেশের মানুষ কাঁদলেও, হাসিনার জন্য কথা বলার কেউ নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

আজ শনিবার (২৯ নভেম্বর) ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ বাজারে গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

রাশেদ বলেন, বেগম খালেদা জিয়া আজ অসুস্থ। খালেদা জিয়াকে বারবার কারাগারে নেয়া হয়েছে। তাকে তিলেতিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ভারতীয় মদদপুষ্ট হাসিনা সরকার। আজ তার অসুস্থতায় সারাদেশের মানুষ কাঁদছে। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে। তার জন্য দোয়া করা তো দূরে থাক, কথা বলার মতো মানুষ হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া সার্বভৌমত্বের প্রতীক। তিনি আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের প্রতীক। গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার অগ্রসেনানী। শেখ হাসিনা, আওয়ামী লীগ ও ভারতীয় চক্রান্তের পরও তিনি দেশ ছেড়ে চলে যাননি। আজ হাসিনা পলাতক। হাসিনার নাম নেয়ার মানুষ দেশে নেই।

চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ইজারা প্রসঙ্গে তিনি বলেন, এই সরকারের কাজ ছিল সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচন দেয়া। কিন্তু বিদেশিদের খুশি করতে তারা বন্দরের নিয়ন্ত্রণ ও পরিচালনার দায়িত্ব তাদের হাতে তুলে দিচ্ছে। এটা জনগণ মেনে নেবে না। এ সময়, চাঁদাবাজির দোহাই দিয়ে বিদেশিদের হাতে বন্দর দেয়া যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

অপরদিকে, সরকারের উপদেষ্টাদের সমালোচনা করে বলেন, এই সরকারের উপদেষ্টারা কমিশন বাণিজ্য করছে, দুর্নীতি করছে। আমরা নানাভাবে উপদেষ্টাদের কমিশন বাণিজ্যের খবর পাচ্ছি। আগামীতে যে সরকারই আসুক, এই উপদেষ্টাদের দুর্নীতির তদন্ত করা হবে।

এর আগে, সন্ধ্যায় জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ বাজারে গণসংযোগ করেন রাশেদ খান। এ সময় দলটির জেলা সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মিশন আলী, পেশাজীবী অধিকার পরিষদের জেলা সভাপতি রাসেল আহমেদ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি