শেখ হাসিনার মামলার রায়ের দিনে মিষ্টি বিতরণকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষে ছাত্রদল নেতা হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি আমির খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার হওয়া আমির খান হত্যা মামলার দুই নম্বর এজাহারভুক্ত আসামি। তিনি উপজেলার জাহাঙ্গীরনগর (আগরপুর) ইউনিয়নের চর জাহাপুর গ্রামের খলিল খানের ছেলে এবং ঘটনার পর মিরপুর এলাকায় আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর তাকে বরিশালে আনা হচ্ছে। এ মামলার অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, ১৭ নভেম্বর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর স্টিল ব্রিজ এলাকায় মিষ্টি বিতরণকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রবিউল ইসলামকে প্রতিপক্ষরা কুপিয়ে গুরুতর জখম করে। তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।