1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ

খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী হওয়ার গুঞ্জন কৃষ্ণ নন্দীর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

গুঞ্জন উঠেছে হিন্দু অধ্যুষিত খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) জামায়াতে ইসলামীর প্রার্থী হচ্ছেন কৃষ্ণ নন্দী। সামাজিক মাধ্যমে ইতোমধ্যে ব্যাপারটি ছড়িয়ে পড়েছে। এটা নিয়ে আলোচনা-সমালোচনাও হচ্ছে। তবে তার প্রার্থীতার ব্যাপারটা এখনও নিশ্চিত করেনি জামায়াত।

এদিকে, দল থেকে যদি তাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয় তাহলে নির্বাচন করতে আগ্রহী কৃষ্ণ নন্দী। তিনি জামায়াতের ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, কৃষ্ণ নন্দী একজন ব্যবসায়ী। ডুমুরিয়া উপজেলার চুকনগর বাণিজ্যিক এলাকায় তার বাড়ি। সেখানে তার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। গণঅভ্যুত্থান-পরবর্তী তিনি জামায়াতের সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের (ডুমুরিয়া-ফুলতলা) প্রার্থী মিয়া গোলাম পরওয়ারের সাথে সখ্যতা গড়ে তোলেন। একইসঙ্গে দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছেন।

নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে জানতে চাইলে কৃষ্ণ নন্দী জানান, দীর্ঘদিন ধরে জামায়াতের রাজনীতি করছেন তিনি। দল যদি তাকে মনোনয়ন দেয়, তাহলে তিনি ওই আসন থেকে নির্বাচন করতে আগ্রহী আছেন। তবে এখনও সবুজ সংকেত পাননি।

কৃষ্ণ নন্দীর ব্যাপারে জানতে চাইলে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে জামায়াতে ইসলামীর বিভিন্ন জায়গায় হিন্দু কমিউনিটি বা খ্রিস্টান কমিউনিটিতে জনপ্রিয়দের মধ্যে যাদের আগ্রহ আছে। পার্লামেন্টে তাদের কমিউনিটির প্রতিনিধিত্ব করার জন্য আনতে চায়। এটা আমাদের একটি নীতিগত সিদ্ধান্ত। কিন্তু এখনও আমরা কোনো আসনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেইনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি