1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:২১ অপরাহ্ন
শিরোনামঃ

চালের দাম বৃদ্ধি ইস্যুতে অর্থ উপদেষ্টা
ব্যবসায়ীদের একটু দায়িত্বশীল হতে হবে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

ব্যবসায়ীদের একটু দায়িত্বশীল হতে হবে বলে মনে করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। চালের দাম বৃদ্ধি ইস্যুতে সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

এখন ধান কাটার মৌসুম। এই সময়ে চালের দাম ঊর্ধ্বমুখী, এটা কি কোনো সিন্ডিকেটের কারণে নাকি অন্য কোনো কারণে– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, চালটা শুধু সাপ্লাইয়ের ওপর ডিপেন্ড করে না। সাপ্লাই ছাড়াও ডিস্ট্রিবিউশন চ্যানেলগুলো, এগুলো তো বেশিরভাগ হোলসেল ও রিটেলের ওপর ডিপেন্ড করে। অতএব এটার দায়িত্ব তো আমাদের ভোক্তা অধিকারই আছে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আছে, ওরা দেখবে।

‘আর সবচেয়ে বেশি হলো আমাদের যারা ব্যবসায়ীরা আছেন তাদেরকে একটু দায়িত্বশীল হতে হবে। সমস্যা হলো পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু এভাবে জিনিসপত্রের দাম বাড়ে না। বাড়ে কিন্তু যথেষ্ট যৌক্তিক কারণে। এখানে দেখা যাচ্ছে অনেক চাল আছে তবুও হঠাৎ এক জায়গায় ওরা মিলেমিশে … করে।’

সালেহউদ্দিন আহমেদ বলেন, এগুলোর সমাধান প্রশাসনিকভাবে হয় না। এগুলোর সমাধান কিন্তু একটা রাজনৈতিক সরকার করতে পারে। কারণ তাদের এই মোরাল সমাধান করার… সেটা থাকে। তাদের ভয়েসটা দিতে পারে, তাদের কর্মীরা আছে, তাদের সেটআপ আছে। কিন্তু এই প্রশাসন থেকে ডিসিকে পাঠিয়ে, ইউএনওকে পাঠিয়ে এগুলো নিয়ন্ত্রণ করা কঠিন।

পুলিশের বডি ক্যামেরা কেনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বডি ক্যামেরার বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত হয়েছে, ওদের (পুলিশের) রেসপেক্টিভ যে এজেন্সি আছে ওদেরকে আমরা বলে দিয়েছি, বাজেট যেটা আছে ওটা আপনারা ব্যবহার করেন।

এর আগে আপনি বলেছিলেন শুধু সেনসিটিভ জায়গার জন্য বডি ক্যামেরাটা দেওয়া হবে, সে হিসাবে এখন সংখ্যাটা কত হতে পারে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এটা আমি ঠিক করব না, এটা তো আমাদের দায়িত্ব না। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের যে এজেন্সিগুলো আছে তাদের সঙ্গে বসে ঠিক করবে। ওখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিরেক্টলি ইনভল্ভ এবং ইসিরও কিন্তু ওই বডি ক্যামেরার ব্যাপারে দায়িত্ব নেই।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ইসি বলে দেবে যে এসব জায়গায় তোমরা নেবে এবং ক্যামেরা বা কি কি সুরক্ষা করবে, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। ওদের পুলিশ, বিজিবি আছে, ওদের র‌্যাব আছে এবং অন্যান্য যে সংস্থাগুলো আছে তারা করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি