1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ

এবার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার, ঢাকার সঙ্গে কম্পনের সময়ের নাটকীয় মিল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

বাংলাদেশে একাধিক ভূমিকম্প অনুভূত হওয়ার পর এই অঞ্চলজুড়ে বড় ধরনের ভূমিকম্প আঘাত হানার ঝুঁকি বেড়েছে। এরই মধ্যে মিয়ানমার উপকূলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।

মূলত, আন্দামান সাগরে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে মিয়ানমারের প্রতিবেশী থাইল্যান্ডেও। এক সপ্তাহের মধ্যে অঞ্চলে এটি দ্বিতীয় বড় ভূমিকম্পের ঘটনা, যা ভূতাত্ত্বিক সক্রিয়তা বৃদ্ধি নিয়ে জনমনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের দাওয়েই শহর থেকে প্রায় ২৬৭ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, আন্দমান সাগর এলাকায়। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী ও ভয়াবহ দুর্যোগ ‘ভূমিকম্প’র রেকর্ড কত, ঝুঁকিতে কোন দেশগুলো?

এর আগে বাংলাদেশে শুক্রবার ও শনিবার কয়েক দফা ভূমিকম্প আঘাত হানে। প্রথম ভূমিকম্পটি শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত হয়। এতে কেঁপে ওঠে রাজধানীসহ আশপাশের এলাকা। ওই ঘটনায় শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক মানুষ আহত হয়েছেন। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী।

নাটকীয়ভাবে পরদিন একই সময়ে আবারও ভূকম্পন অনুভূত হয় নরসিংদীতে। জেলার পলাশ উপজেলায় সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩।

একই দিন ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে রিখটার স্কেলে ৩ দশমিক ৭ মাত্রার এবং এর এক সেকেন্ড পর সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এটির মাত্রা ৪ দশমিক ৩। একটির উৎপত্তিস্থল বাড্ডায়, আরেকটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি