ময়মনসিংহে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নগরীর পাটগুদাম এলাকা থেকে সোহেল মাহমুদকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। তিনি সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নের আব্দুল হালিমের ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানায়, গত বুধবার ভোররাতে ময়মনসিংহ জংশন স্টেশনসংলগ্ন ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা জারিয়া লোকাল ট্রেনে গান পাউডার ছিটিয়ে আ”গু”ন লাগানো হয়। এ ঘটনায় দায়িত্বশীল ব্যক্তি ও জড়িতদের শনাক্তে পুলিশের নজরদারি বাড়ানো হয়।
পরবর্তীতে গতকাল রাতে কোতোয়ালি থানা পুলিশের একটি দল পাটগুদাম এলাকায় অভিযান চালিয়ে সোহেল মাহমুদকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে ট্রেনে আ”গুন দেওয়ার ঘটনায় তিনি মূলহোতা হিসেবে ভূমিকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম।
পুলিশ আরও জানায়, ঘটনার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।