1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ

ঈশ্বরগঞ্জে আ.লীগ,মাদক ও পরোয়ানভুক্তসহ ৮ আসামি গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে এক আওয়ামীলীগ নেতা, মাদক ও পরোয়ানভুক্তসহ ৮ আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পলিশ।

আজ শনিবার (১৫ নভেম্বর) বিকেলে বিভিন্ন আইনে মামলা দিয়ে ওই ৮জনকে আদালতে সোপর্দ করেছে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ। এর আগে গত শুক্রবার ও বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন-সন্ত্রাসবিরোধী আইনে উপজেলার মগটুলা ইউনিয়নের নাউড়ী গ্রামের তাহের উদ্দিন ভূঁইয়ার ছেলে আ.লীগ নেতা মাহাবুবুর রহমান ভূইয়া ওরফে লিটন (৩৮), পরোয়ানভুক্ত আসামি সোহাগি ইউনিয়নের শামসুল ইসলামের ছেলে মাহাবুব আলম।

মাদক মামলায় কামা লাল (৪০), মো. হারুন অর রশিদ (৫৫), নাজিরুন ইসলাম (৫৯)। তারা সবাই
উপজেলার মাইজবাগ ইউনিয়নের বাসিন্দা। এছাড়া সোহাগি ইউনিয়নের ভালুকভেড় মধ্যপাড়া গ্রামের মো. মাসুদ মিয়া(৩৪)। অপর একজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ডাকা মানববন্ধনে এনিসিপির নেতাদের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার শাকিল আহম্মেদ (৩৮)।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ওবায়দুর রহমান বলেন,বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক নেতা, মাদক ও পরোয়ানভুক্তসহ বিভিন্ন মামলার ৮ জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঈশ্বরগঞ্জের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি