ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া চলাকালে তানজিম আহমেদ আবিদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বিকেলে এ ঘটনা ঘটে। নিহত আবিদ ময়মনসিংহ ওলামায়ে দলের সদস্য মো. দেওয়ানের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা বলছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী এম ইকবাল হোসেন ও মনোনয়ন বঞ্চিত তায়েবুর রহমান হিরন গ্রুপের সমর্থকদের মধ্যে বিকেল ৫টার দিকে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিশৃঙ্খলার মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তানজিম আহমেদ আবিদ। দ্রুত তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকরা জানিয়েছেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলেই তিনি স্ট্রোকে মারা গেছেন। তবে বিস্তারিত জানতে ময়নাতদন্তের পর রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান চিকিৎসক।
এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, “আমি বিষয়টি শুনেছি, তবে কীভাবে মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত নই। চিকিৎসকের মতামত ছাড়া কিছু বলা সম্ভব নয়। এমনকি নিহত ব্যক্তি ঘটনাস্থলে ছিলেন কি না, সেটিও যাচাই চলছে।”
এদিকে ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে গৌরীপুর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।