1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ

দলের নিবন্ধন পেতে তারেককে যে পরামর্শ দিলেন ইসি সচিব

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমানকে অনশন ভেঙে পুনর্বিবেচনার আবেদন দিতে বললেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

রোববার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইসি সচিব বলেন, ‘আইনগতভাবে আমরা আমাদের দিক থেকে যেটা বলার, সেটা চিঠির মাধ্যমে বলেছি। এখন ওনারা আপিল করতে পারেন এবং ঘাটতি যেগুলো আছে, সেগুলো পূরণ করে দিতে পারেন।’

অপিল, সংশোধনী বা পরিমার্জন-পরিবর্ধন এবং সময় বর্ধন এগুলো তো একটা প্রচলিত প্রথা। তো সেটা নিশ্চয়ই ওনারা সবিবেচনায় নেবেন এবং এই অনশন ভঙ্গ করে আমাদের আইনগতভাবে জিনিসটা সুরার দিকে নিয়ে যাবেন।’

তারেক রহমান আপিল করতে চাইলে কোথায় করবেন, এ বিষয়ে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, ‘আপিল করবে কমিশনে বা সচিবালয়ে। কেননা চিঠিপত্র তো সচিবালয় থেকে যায়। সিনিয়র সচিব বা কমিশনের সচিব বরাবর আপিল করবে, যদি তারা করতে চায়।’

এদিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে টানা ১২৪ ঘণ্টা ধরে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান ফটকের সামনে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন ‘আমজনতার দল’-এর সদস্য সচিব তারেক রহমান। শারীরিক অবস্থা ক্রমেই অবনতির দিকে গেলেও তিনি সিদ্ধান্ত থেকে সরে আসছেন না।

রোববারও (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে মাটিতে বিছানো চাদরে স্যালাইন হাতে শুয়ে আছেন তারেক রহমান। দুর্বল কণ্ঠে কথা বলতে কষ্ট হচ্ছে তার। আশপাশে ভিড় করছেন সাধারণ মানুষ। কেউ এসেছেন সংহতি জানাতে, কেউবা এসেছেন কৌতূহল থেকে।

এ সময় দুর্বল কণ্ঠে তারেক বলেন, ‘অবশ্যই আমি আমার সিদ্ধান্তে অনড় আছি। এটা চলবে, অবশ্যই চলবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি