ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। বুধবার (৫ নভেম্বর) ভোরে পাকশিমুল ইউনিয়নের ফতেহপুর গ্রামে কয়েক ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় দুই পক্ষের শতাধিক মানুষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফতেহপুর গ্রামের মৃত আলী আকবরের দুই ছেলে মো. সাত্তার ও মো. এমদাদের মধ্যে জমি বিক্রির টাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি এমদাদুল তার ভাই সাত্তারের মেয়ের জামাতার কাছে একটি জমি বিক্রি করেন। ওই বিক্রির অর্থ ভাগাভাগি নিয়ে দুই ভাইয়ের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়।
বিবাদের জেরে মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় গ্রামে সালিস বসানো হলেও কোনো সমাধান হয়নি। বরং উভয় পক্ষের সমর্থকরা দুই দলে বিভক্ত হয়ে রাতভর পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে। বুধবার ভোরে হঠাৎ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। লাঠি, দা, রামদা, টেটা ও লোহার রড নিয়ে ঘণ্টার পর ঘণ্টা চলে ধাওয়া-পাল্টাধাওয়া।
সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল ৮টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. ওবায়দুর রহমান বলেন, ভাই-ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ থেকে মামলা দায়ের করেনি। তবে এলাকায় পুনরায় সংঘর্ষের আশঙ্কায় টহল জোরদার করা হয়েছে।