1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ

চকরিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৫ জন নিহত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বাসের সঙ্গে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকালে সাড়ে ৯টার দিকে উপজেলার সেগুন বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মহাসড়কের ডুলাহাজারাস্থ মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. মেহেদী হাসান দুর্ঘটনায় ৫ জন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতরা সবাই পর্যটক। তাদের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম। তবে তাদের নাম-পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে আসা মাইক্রোবাসটি ফাঁসিয়াখালী সেনা ক্যাম্প অতিক্রম করে ঝুঁকিপূর্ণ বাঁকে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি হয়। সংঘর্ষে দুই গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের বরাত দিয়ে এখন পর্যন্ত ৫ জন নিহতের তথ্য জানিয়েছে পুলিশ।

এদিকে এ দুর্ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনার শিকার গাড়ি দুটি সড়ক থেকে সরানো পর সকাল সাড়ে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি