১৪৭ ময়মনসিংহ-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন।
এদিকে ইকবাল হোসাইনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে সোমবার রাতে গৌরীপুর পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন মনোনয়ন বঞ্চিত গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবর রহমান হিরণের অনুসারীরা।
ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে সোমবার রাতে হিরণের অনুসারীরা পৌর শহরের উত্তর বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষিণ করে পৌর শহরের পাটবাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়ে মনোনয়ন পরিবর্তনের দাবিতে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশ থেকে ইকবাল হোসাইনের মনোনয়ন পরিবর্তন করে আহাম্মদ তায়েবুর রহমান হিরণকে মনোনয়ন দেয়ার দাবি জানানো হয়।
সমাবেশে বক্তব্য দেন মনোনয়ন বঞ্চিত হিরণের স্ত্রী সাঈদা মাসরুর। তিনি বলেন, বিগত ১৭টি বছর আমি স্বামীর সাথে একটি রাতেও শান্তিতে ঘুমাতে পারি নাই। কখনও রয়েছে জেলে আর কখনও রয়েছে পালিয়ে। দলের জন্য তিনি সব বিলিয়ে দিয়েছেন। জুলাই আন্দোলনে আমার স্বামী ছিলো জেলে আর আমি মেয়েকে নিয়ে ছিলাম আন্দোলনে।
গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস বলেন, বিগত দিনের আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হিরণ অনেক মামলা- হামলার শিকার হয়েছে। হিরণ হচ্ছে গৌরীপুর বিএনপির প্রাণ। মনোনয়ন পরিবর্তন করা না করা হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান সিরাজ, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম প্রত্যয়, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শাহজাহান আকন্দ সুমন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম পিয়াস প্রমুখ। সঞ্চালনা করেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সদস্য সেলিম আজাদ।