লাইসেন্স ফি কমানোসহ ৫ দফা দাবিতে জামালপুরের ইজিবাইক ও রিকশাচালকরা সকাল-দুপুর ধর্মঘট কর্মসূচি পালন করছেন।
রোববার সকাল থেকে জেলা শহরের সব রকম ইজিবাইক ও রিকশা চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ এমন কর্মসূচি দেওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
ইজিবাইক চালক ও মালিকরা জানায়, পৌরসভা কর্তৃক হয়রানি বন্ধ, লাইসেন্সের বর্তমান ফি থেকে ১ হাজার টাকা কামনোসহ এই অর্থবছরে তা বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি ইজিবাইক বা রিকশার আলাদা কোনো রঙ দেওয়া যাবে না এবং অন্য জেলার রিকশা এই জেলায় প্রবেশ করতে পারবে না। সপ্তাহে সাত দিনই রিকশা চালানোর দাবি জানিয়েছেন তারা।
এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে আগামীতে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন রিকশাচালক ও মালিকরা।