1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনামঃ

হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা রাজু গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

বগুড়ার শিবগঞ্জে পুলিশকে আক্রমণ করে হাতকড়াসহ পালিয়ে যাওয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল রহমান রাজুকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যার দিকে র‌্যাব-১২ এর বগুড়া ক্যাম্পের একটি দল আশুলিয়ার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় রাজুর কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

রিজ্জাকুল রহমান রাজু শিবগঞ্জ উপজেলার চক ভোলা খাঁ গ্রামের বদর উদ্দিনের ছেলে। তিনি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের স্কোয়াড্রন ফিরোজ আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজুর অবস্থান শনাক্ত করে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রাজুর বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান, পুলিশকে আক্রমণ, হত্যা ও নাশকতাসহ প্রায় ১৬টি মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর সন্ধ্যায় শিবগঞ্জের চক ভোলা খাঁ এলাকায় তাকে পুলিশ গ্রেপ্তার করার পর থানায় আনার পথে ১৫০-২০০ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশকে আক্রমণ করে। তারা লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে রাজুকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়।

পরদিন (৫ অক্টোবর) ওই ঘটনায় পুলিশ ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও প্রায় ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করে। পরে ১১ নারীসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানায়, গ্রেপ্তারের পর রাজুকে আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি