1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ

ময়মনসিংহে সঞ্চালন লাইন থেকে গ্যাস চুরি করায় আটক ১৫

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

সারা দেশে গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিচালনা করছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। এতে গ্যাসের সঞ্চালন লাইন থেকে গ্যাস চুরি করার অপরাধে ময়মনসিংহে ১৫ জনকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার রাতে তিতাস গ্যাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, তিতাস গ্যাস কর্তৃক জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে নিযুক্ত বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এবং তিতাস গ্যাসের নিজস্ব ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ব্যাপক অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করা হয়েছে।

এসব অভিযানের ফলে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার সঙ্গে জড়িত দুষ্কৃতকারী চক্র এখন ময়মনসিংহ এলাকায় তাদের ঘাটি স্থাপন করেছে। এই চক্রটি অবৈধভাবে চুনা কারখানায় গ্যাস সংযোগ দিয়ে টাকা আয় করছে। সেই পরিপ্রেক্ষিতেই ২৬ অক্টোবর চর রঘুরামপুর, ময়মনসিংহ হতে নেত্রকোনা গামী ৬” × ১০০০ পিএসআইজি সঞ্চালন পাইপ লাইনের শম্ভুগঞ্জ, ময়মনসিংহ নামক স্থানে অবৈধ চুনা কারখানায় অবৈধ গ্যাস সংযোগ স্থাপন করার সময় গ্যাস লিকেজ সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে তিতাসের কর্মকর্তা-কর্মচারী এবং পুলিশের সহযোগিতায় অবৈধ গ্যাস সংযোগে জড়িত ১৫ জনকে আটক করে থানায় সোপর্দ করা হয় এবং থানায় মামলা রজু করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তিতাস গ্যাস কর্তৃপক্ষ অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদের বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে। এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি