নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের সাধুপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হঠাৎ করে এক বাড়িতে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডে সাধুপাড়ার বাসিন্দা ধনঞ্জয় সাহা ও গোবিন্দ সাহার বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া পার্শ্ববর্তী সঞ্জয় সরকারের বাড়িটিও আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে দুর্গাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও এলাকাবাসী প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে দুই পরিবারের সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়।
দুর্গাপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মঞ্জুর ফরাজী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন।