1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ

নিষিদ্ধ সময়ে ইলিশ ধরায় হিজলায় ১১ জেলে আটক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে ইলিশ রক্ষায় পরিচালিত অভিযানে আজ শনিবার (১৮ অক্টোবর) সকালে ১১ জন জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ডের যৌথ টিম। আটক জেলেদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়।

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইলিয়াস সিকদারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে ৫ জনকে ৮ দিন করে কারাদণ্ড, একজনকে ২০ হাজার টাকা এবং ৪ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। বয়স কম হওয়ায় আটক একজন জেলেকে সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এ ছাড়া গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে একই নদীতে মা ইলিশ ধরার অভিযোগে আরো ১৬ জন জেলেকে আটক করা হয়। তাদের মধ্যে ১৩ জনকে কারাদণ্ড ও ৩ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে অংশ নেয় হিজলা উপজেলা মৎস্য অধিদপ্তর, কোস্ট গার্ডের সদস্যরা। অভিযান পরিচালনায় ছিলেন হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম এবং হিজলা নদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মণ্ডল।

অভিযানকালে জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়া বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে নিষিদ্ধ সময়ে মাছ ধরা বন্ধে এমন অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি