1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ

মাকে জড়িয়ে ধরে কাঁদছেন রিপন মিয়া

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

দেশের এখন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। সবাই যাকে ‘রিপন ভিডিও’ নামেই চেনেন। অনেক আগে থেকে ছোট ছোট ভিডিও তৈরির কাজ শুরু করলেও সম্প্রতি তার জনপ্রিয়তা তুঙ্গে। বিজ্ঞাপন, সিনেমার প্রচারণাসহ বিভিন্ন কাজেও যুক্ত হতে দেখা গেছে রিপন মিয়াকে।

তবে এই জনপ্রিয়তার ভিড়ে ভুলতে বসেছেন নিজের ‘অস্তিত্ব’। মা-বাবা গরিব বলে তাদের পরিচয় দিতে চান না রিপন মিয়া। আজ মঙ্গলবার দেশের বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের এক অনুসন্ধানে এসব তথ্য উঠে আসে।

প্রকাশিত ওই সংবাদের তথ্য অনুযায়ী, রিপনের মা অভিযোগ করেন রাতারাতি জনপ্রিয়তা পেয়ে এখন গরিব বাবা-মায়ের পরিচয় দিতেও নাকি লজ্জা পান রিপন।

পুরনো ভাঙা বাড়ি ছেড়ে আলাদা পাকা বাড়ি নির্মাণ করে স্ত্রী-সন্তান নিয়ে থাকেন তিনি। দেন না ভরণপোষণ। রিপনের মা এটিএন নিউজকে বলেন, ‘খুব কষ্ট করে মানুষ করেছি। কিন্তু এখন পরিচয় দেয় না।

আমরা গরিব। পরিচয় দিলে যদি ওর মান-সম্মান না থাকে। ও বাড়ি করেছে।’ তিনি জানান, রিপন মিয়ার বিয়ে তারাই (পারিবারিকভাবে) দিয়েছেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

টেলিভিশন চ্যানেলের সংবাদ প্রকাশের পর এর সূত্র ধরে গণমাধ্যমেও খবর প্রকাশিত হয়। এরপর সোমালোচনার তীরে বিদ্ধ হতেথাকেন রিপন মিয়া। সামাজিক মাধ্যম ভরে যায় রিপনের সমালোচনায়। যারা তাঁর ভক্ত তারাও সমালোচনা করতে থাকেন।

এরপর সামাজিক মাধ্যমে আসে আরেকটি ভিডিও। যেখানে দেখা যায় রিপন তাঁর মাকে জড়িয়ে রে কাঁদছেন। সেখানে দেখা যায়, রিপন মিয়া মাকে জড়িয়ে ধরে কাঁদছেন। আঞ্চলিক টানে বলতে শোনা যায়, ‘তোমারে দেহি না আমি? আব্বারে দেহি না আমি? তুমি ইড্ডা কী করলা? আমার জীবনডা শেষ করলা!’ এরপরে রিপনকেও কাঁদতে দেখা যায়।

এই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি