1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১০ অপরাহ্ন
শিরোনামঃ

চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধীর দুই নেতা আটক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

খুলনায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে নগরীর খালিশপুর বাস্তুহারা মোড়ে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।

আটকরা হলেন- সংগঠনটির সাবেক যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান এবং সাবেক যুগ্ম সদস্য সচিব সৈয়দ আব্দুল্লাহ সিকি। তারা দুজনই নগরীর বাগমারা এলাকার বাসিন্দা। আশিকুর রহমান আজমলের ছেলে এবং সৈয়দ আব্দুল্লাহ সিকি মুরাদ আলীর ছেলে।

জানা গেছে, আশিক ও আব্দুল্লাহ নগরীর খালিশপুর বাস্তুহারা মোড়ে ওএমএস’র ডিলারের কাছে চাঁদা দাবি করে। পরে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। বর্তমানে তারা খালিশপুর থানায় আটক রয়েছে।

এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার সাবেক নেতারা বলছেন, বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নেই। তবে আটক দুজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিলেন। অপরাধ যেই করবে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে, কেউ আইনের ঊর্ধ্বে নয়।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, ওএমএস বিক্রয়কেন্দ্রে চাঁদা দাবি করার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। ওএমএস কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় মামলা প্রক্রিতয়াধীন। বর্তমানে আটক দুজনকে খালিশপুর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

খালিশপুর থানার ওসি তদন্ত মো. মুরাদ হোসেন মিলন বলেন, নগরীর খালিশপুর থানাধীন বাস্তুহারা মোড়ে জনৈক ডিলার ও এমএস’র পণ্য বিক্রি করছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে ওই দুজন যুবক ডিলারের কাছে চাঁদা দাবি করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের দুজনকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ পরবর্তীতে তাদের দুজনকে থানায় নিয়ে আসে। ওই ডিলার এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করেননি। করলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি