1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনামঃ

আ.লীগ ছেড়ে দুধ দিয়ে গোসল করা সেই চেয়ারম্যান কারাগারে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলনে শেখ হাসিনা পলায়নের পর আওয়ামী লীগ ছেড়ে দুধ দিয়ে গোসল করা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদকে (৫০) কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪নং আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বেলাল হোসেনের আদালতে আত্মসর্মপণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

কামরুজ্জামান মাসুদ কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৬নং ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি আশানপুর গ্রামের আমেরিকা প্রবাসী হাজী মো. ফরিদ উদ্দিনের পুত্র।

কামরুজ্জামান মাসুদ গত বছর ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রুবেল হত্যা মামলার আসামি। ছাত্র গণঅভ্যুত্থানের পর গত বছরের ১৭ আগস্ট বেলা ১১টায় নিজ বাড়ির ছাদে স্থানীয় সাংবাদিকের উপস্থিতিতে আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে দুধ দিয়ে গোসল করে দেশব্যাপী আলোচিত হন। পরে তিনি চেয়ারম্যান পদ থেকে ৩ মাসের ছুটি নিয়ে এ দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

এরই মধ্যে তিনি উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের আগাম জামিনে এসে পরবর্তীতে আর নিম্ন আদালতে হাজির হননি। বুধবার আদালতে আত্মসমর্পণ করতে গেলে তিনি আটক হন।

চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের অনুসারী ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি