ফেসবুকের একটি স্ট্যাটাসের কমেন্ট বক্সে ময়মনসিংহের সংস্কৃতিকর্মী শামীম আশরাফের (৩৮) ধর্ম অবমাননাকর মন্তব্য ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এরই জেরে শামীমকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার রাত সাড়ে ৯ টার দিকে নগরের আমলাপাড়া এলাকার বাসা থেকে তাকে আটক করা হয়। জেলা ডিবির ওসি (দক্ষিণ) মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফেসবুকে শামীম আশরাফ ধর্মীয় অবমাননাকর কথাবার্তা বলেছেন। এনিয়ে সামজিক যোগাযোগ মাধ্যমে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে। সমাজের ধর্মভীরু ও সচেতন লোকজনের মধ্যে নানা প্রশ্ন জেগেছে। আমাদের কাছে অভিযোগও রয়েছে, তাকে আমরা হেফাজতে নিয়েছি, প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
শামীম আশরাফ নিজের ফেসবুকের একটি পোস্টে শামীম চৌধুরী নামে একজনের একটি কমেন্টের পাল্টা জবাবে লেখেন ‘আপনে ভায়া বেহেশতের সর্বোচ্চ মাকামে গিয়া সানিলিওনকে * (শব্দটি ব্যবহারের অযোগ্য) গিয়া’।
ফেসবুকের এই স্ট্যাটাসটি সোমবার দুপুরে ভাইরাল হলে শামীম আশরাফের গ্রেফতার ও বিচার দাবিতে ফেসবুকে স্ট্যাটাস দিতে থাকেন অনেকে। সোমবার দুপুরে নগরের বড় মসজিদের সামনে পবিত্র কুরআন শরীফ অবমাননা ও সাম্প্রদায়িক উস্কানি দেওয়ায় অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সামাবেশে শামীম আশরাফকে বিচারের আওতায় আনার দাবি জানান।
শামীম আশরাফ মুদ্রণ শিল্পের ব্যবসা পরিচালনা করেন। গ্রাফিটি নামে একটি প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী তিনি।