রাজস্ব ফাঁকি প্রতিরোধ ও ফাঁকি দেয়া রাজস্ব পুনরুদ্ধার কার্যক্রম বেগবান করতে মাঠ পর্যায়ে গোয়েন্দা কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সম্প্রতি এনবিআরের সদস্য (কর অডিট, ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন) দপ্তর থেকে জারিকৃত নির্দেশনায় জানানো হয়েছে, মাঠ পর্যায়ের প্রতিটি কর অঞ্চলে Intelligence & Investigation Cell (IIC) সক্রিয় ও শক্তিশালী করার উদ্যোগ নেয়া হয়েছে। এর আওতায় প্রতিটি কর অঞ্চল নিজস্ব ইন্টেলিজেন্স ও ইনভেস্টিগেশন টিম গঠন করবে।
নির্দেশনায় বলা হয়েছে, বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত গোয়েন্দা তথ্য, কর ফাঁকির অভিযোগ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদন, আয়কর নথিতে ঘষামাজা বা কাটা-ছেঁড়ার মতো অস্বাভাবিকতা, অস্বাভাবিক করমুক্ত আয় বা সম্পদের অপ্রত্যাশিত বৃদ্ধি এসব ক্ষেত্রে টিমগুলো তদন্ত কার্যক্রম শুরু করবে।
ইনভেস্টিগেশনের মাধ্যমে কর ফাঁকির সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট টিম Intelligence & Investigation কমিটির অনুমোদনের জন্য প্রতিবেদন দাখিল করবে। অনুমোদন পেলে রাজস্ব পুনরুদ্ধারের জন্য আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
এছাড়া, প্রতিটি কর কমিশনারেটকে মাসিক ভিত্তিতে Intelligence & Investigation কার্যক্রম থেকে সৃষ্ট অতিরিক্ত দাবি ও আদায়ের তথ্য নির্ধারিত ছকে প্রস্তুত করে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে এনবিআরে প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে।
এনবিআর আশা প্রকাশ করেছে, মাঠ পর্যায়ের গোয়েন্দা কার্যক্রম জোরদার হলে রাজস্ব ফাঁকি কমবে, ফাঁকি দেয়া রাজস্ব পুনরুদ্ধার সম্ভব হবে এবং দেশে সুষ্ঠু কর সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে।