1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনামঃ

জামায়াতের ৪৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

‎ভোলার চরফ্যাশন উপজেলার জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের ৪৫ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার রাতে আহম্মদপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ও দুলারহাট থানা শাখার বায়তুলমাল সম্পাদক ওমর ফারুকের নেতৃত্বে বিএনপিতে যোগ দেন তারা। এ উপলক্ষে চরফ্যাশন ও মনপুরা আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলমের চরফ্যাশনের বাসভবনে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামায়াত নেতাকর্মীদের বিএনপিতে স্বাগত জানিয়ে নাজিম উদ্দিন আলম বলেন, ‎বিএনপির কার্যক্রমে আস্থা রেখে এবং গণতন্ত্রের পক্ষে থাকার প্রত্যয়ে তাঁরা বিএনপিতে যোগ দিয়েছেন। তাদের যোগদান বিএনপিকে আরও শক্তিশালী করবে। এতে আগামী নির্বাচনে দলের বিজয়ের পথ সুগম হবে।

জামায়াতের সাবেক নেতা ওমর ফারুক জানান, চরফ্যাশন দুলারহাট থানা এলাকায় জামায়াতের কর্মকাণ্ডে তারা সন্তুষ্ট ছিলেন না। বিএনপির কার্যক্রম তাদের কাছে গ্রহণযোগ্য মনে হওয়ায় তিনিসহ ৪৫ জন নেতাকর্মী নাজিম উদ্দিন আলমের হাত ধরে বিএনপিতে যোগ দিয়েছেন। দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তারা সবসময় বিএনপির সঙ্গে থাকবেন।

‎অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চরফ্যাসন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আ.ন.ম আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলালসহ শতাধিক নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি