1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনামঃ

মহাষ্টমীতে ছেলের নাম রাখলেন কোয়েল মল্লিক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

মহাষ্টমীতে ছেলের নাম রাখলেন কোয়েল মল্লিক

বিনোদন ডেস্ক :
সনাতন ধর্মের অনুসারীদের কাছে অষ্টমীর মাহাত্ম্যই আলাদা। সবার বিশ্বাস, এই দিন দুর্গাদেবী সদয় হন সবার প্রতি। বর দেন। তাই হয়তো ছেলের নামকরণের জন্য এই বিশেষ দিনটিকেই বেছে নিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। তিনি ছেলের নাম রাখলেন কবীর।

স্বামী-সন্তান নিয় সোশ্যাল পেজে শনিবার (২৪ অক্টোবর) প্রকাশ্যে আসেন রঞ্জিত মল্লিকের একমাত্র আদরের মেয়ে কোয়েল। শেয়ার করেছেন সন্তানের নতুন নাম।

ছবিতে কোয়েলের পরণে ছিল সাদা জমিনের তসরে নানা রঙের ফেব্রিক শাড়ি, লাল ব্লাউজ। লাল পাঞ্জাবিতে স্বামী নিসপাল সিং রানে রঙিন। আর তাদের সন্তান কবীর হাজির হয়েছে হলুদ পাঞ্জাবিতে।

দেখতে দেখতে সেই ছবিতে লাইকের সংখ্যা ১ লাখ ৯৪ হাজার! ১ হাজার ৩ শ’জন সেটা শেয়ার করেছেন।

জন্মের পর একবার সামাজিক যোগাযোগমাধ্যমে ঝলক দেখাতে হাজির হয়েছিল কবীর। তারপর উধাও। প্রয়োজনে কোয়েল ও তার স্বামী নিসপাল সিং রানে সংবাদমাধ্যম বা সোশ্যাল পেজে আসেন। কখনোই কবীরকে সামনে আনেননি। ফলে, কোয়েলের ছেলেকে নিয়ে কৌতূহল জমাট বেধেছিল অনুরাগীদের মনে।

সেই জমাট বাধা কৌতুহলেরই বিস্ফোরণ হলো ২৪ অক্টোবর মহা অষ্টমীর সন্ধ্যাবেলায়। সবার ভালোবাসা আর আশির্বাদে ভেসে যাচ্ছে কবীর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি