1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনামঃ

দায়িত্ব নিয়েই নির্বাচনের তারিখ ঘোষণা করলেন সুশীলা কার্কি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সুশীলা কার্কি। দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই তিনি আগামী বছরের ৫ মার্চ সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। খবর বিবিসির।

কয়েক দিনের মধ্যেই তিনি বিভিন্ন মন্ত্রীর পদে নিয়োগ দিতে পারেন বলে আশা করা হচ্ছে। পরিচ্ছন্ন ভাবমূর্তিসম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে কার্কি ব্যাপকভাবে সমাদৃত। জেন জি আন্দোলনের সমর্থন পাওয়ায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তার উপর ন্যস্ত করা হয়েছে।

তার মন্ত্রিসভার সামনে রয়েছে একাধিক চ্যালেঞ্জ। বিশেষ করে আইনশৃঙ্খলা পুনরুদ্ধার, সংসদ ও গুরুত্বপূর্ণ ভবন পুনর্নির্মাণ, জেন জি আন্দোলনের দাবিগুলো পূরণ করা এবং নেপালের সাংবিধানিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা তাদের দায়িত্বের মধ্যে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানী কাঠমান্ডুর প্রেসিডেন্ট ভবনে শপথ গ্রহণ করেন তিনি। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট রাম সহায় যাদব, প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাওয়াত এবং সেনাপ্রধান অশোক রাজ সিগদেল।

দেশে চলমান অনিশ্চয়তার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা এবং দুর্নীতির বিরুদ্ধে তিন দিনের টানা বিক্ষোভে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সরকার পতিত হয়েছিল। এরপর বুধবার জেন-জি আন্দোলনকারীরা কার্কিকে প্রধানমন্ত্রী করার সমঝোতায় পৌঁছায়। সব মতপার্থক্য পেরিয়ে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি