রাজধানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন সংগঠনটির সভাপতি নুরুল হক নুর।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান নেন। এসময় জাপা নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে প্রথমে জাপা নেতাকর্মীদের সরিয়ে দেয়। পরে গণ অধিকার পরিষদের নেতাদের ঘটনাস্থল ছাড়তে ১০ মিনিট সময় দেওয়া হয়। কিন্তু তারা অবস্থান অব্যাহত রাখলে আইন-শৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ শুরু করে।
এ ঘটনায় নুরুল হক নুর রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে সহকর্মীরা তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সংঘর্ষে আরও বহু নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।