ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামে এক হৃদয়বিদারক ঘটনায় পিতার কুড়ালের আঘাতে প্রাণ হারিয়েছে মাত্র ৭-৮ বছর বয়সী এক শিশু। নিহত শিশুটি স্থানীয় সোহাগী স্বপ্ন শীড়ি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার ক্লাস রোল ছিল ১।
জানা যায়, শিশুটির বাবা নূরুল আমিন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। স্থানীয়দের ভাষ্যমতে, চার বছর আগে মানসিক ভারসাম্য হারান তিনি। কিছুদিন কবিরাজি চিকিৎসার মাধ্যমে সুস্থ হলেও গত এক সপ্তাহ ধরে পুনরায় আগের মত আচরণ করতে শুরু করেন।
ঘটনার দিন বৃষ্টির মধ্যে বাড়ির বাইরে বসেছিলেন নূরুল আমিন। তার ছোট ছেলে তখন বাবাকে ছাতা দিতে গেলে হঠাৎ কোরাল (দা জাতীয় ধারালো অস্ত্র) দিয়ে মাথায় আঘাত করেন তিনি। ঘটনাস্থলেই শিশুটি গুরুতর আহত হয়। পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত ঈশ্বরগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত পিতা নূরুল আমিনকে আটক করে এবং শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।
নূরুল আমিনের পিতা ইউসুব আলী জানান, “আমার ছেলে চার বছর আগে মানসিক রোগী হয়েছিল, তখন কবিরাজি চিকিৎসায় ভালো হয়েছিল। কিন্তু এখন আবার আগের মতো হয়ে গিয়েছিল। কে জানতো এমন ঘটনা ঘটাবে!”
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত পিতাকে আটক করি। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই নির্মম ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।