1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ

গাছের চারা উপহার পেল গৌরীপুরের শিক্ষার্থীরা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রণোদনা কর্মসূচির আওতায় স্থানীয় বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সহস্রাধিক গাছের চারা বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।

কর্মসূচির আওতায় বৃহস্পতিবার দুপুরে গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের বিতরণ করেন।

প্রধান অতিথি বলেন, গাছ আমাদের পরম বন্ধু এবং পরিবেশ ও মানুষের কল্যাণে অপরিহার্য। গাছ আমাদের শ্বাস নেয়ার জন্য অক্সিজেন সরবরাহ করে। ফুল, ফল ও কাঠ সরবরাহ করে। বাতাসকে পরিশোধন করে, মাটির ক্ষয় রোধ করে। জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে সাহায্য করে। বন্য প্রাণি আবাসস্থল তৈরি করে। মোটকথা গাছের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। কিন্ত গাছের সংখ্যা কমে যাওয়া আবহাওয়ার আচরণ বদলে গেছে। পরিবেশ প্রকৃতি বাঁচাতে গাছ লাগানোর বিকল্প নেই। আমাদের বই পড়া উৎসবের মতো গাছ লাগানোর উৎসবও করতে হবে।

গাছের চারা বিতরণ কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শিহাব উদ্দিন, সহকারি প্রধান শিক্ষক বদরুল আলম, সহকারি শিক্ষক জাহিদুল আলম, শাহজাহান কবির, কাজি মোহাম্মদ শফিকুল ইসলাম, হুমায়ূন কবির প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি