গোপন চ্যাট অ্যাপে আওয়ামী লীগের নেতাকর্মীদের যোগাযোগ ও সদস্যদের সংগঠিত করে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন ময়মনসিংহের বেসরকারি প্রতিষ্ঠান ক্যাপিটাল কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসাইন খান মিনার। তিনি জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য।
বুধবার দুপুরে ময়মনসিংহ নগরের রামবাবু এলাকায় অবস্থিত ওই কলেজে অভিযান চালিয়ে তাকে আটক করে সেনাবাহিনীর একটি দল। গোয়েন্দা নজরদারিতে থাকা মিনার দীর্ঘদিন ধরে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করে স্থানীয় আওয়ামী লীগকে সংগঠিত করার কাজ করছিলেন। সেই সাথে গেরিলা সদস্য সংগ্রহ করার দায়িত্বও দেয়া হয়েছিলো তাকে—এমন তথ্য পেয়েই অভিযান চালানো হয়।
সেনাবাহিনীর সদস্যরা তার মোবাইল ফোন জব্দ করে। তাতে এসব অভিযোগের প্রমাণ মেলে বলে জানায় সেনাবাহিনী। পরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মিনারকে কোতোয়ালী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।