ভাঙ্গায় সেতু থেকে পড়ে নুরুদ্দিন (১৭) নামক এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার ইন্টার সেকশনের সেতু থেকে পড়ে এই ঘটনা ঘটে।
নিহত নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার সৌদি প্রবাসী কামাল হোসেনের ছেলে। সে মোহনগঞ্জ আদর্শ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী হিসেবে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
জানা যায়, এসএসসি পরীক্ষা শেষ করে বন্ধুদের সঙ্গে ৪১ দিনের তাবলীগ জামাতে এসেছিল নুরুদ্দিন। ৬ দিন পরে তার বাড়িতে ফেরার কথা ছিল। তাই বন্ধুদের সঙ্গে মঙ্গলবার বিকেলে ভাঙ্গা ইন্টার সেকশন মোড় দেখতে এসেছিল। তখন অসাবধানতাবশত সেতুর ওপর থেকে নিচে পড়ে যায় এবং মাথায় আঘাত পায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় ভাঙ্গা থেকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের বলেন, ‘নুরুদ্দিন নামক একজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’
ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘নুরুদ্দিন নামক এক কিশোর ব্রিজ থেকে পড়ে মারা গেছে। পরিবারের আবেদনে তার লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’