পুলিশ সদস্যদের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশ কর্তৃক আত্মরক্ষা প্রশিক্ষণ কোর্স আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) বিকেলে জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু কোর্সের উদ্বোধন করেন।
এ সময় পুলিশ সুপার সাইফুল ইসলাম প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, মার্শাল আর্ট আত্মরক্ষার জন্য অত্যন্ত কার্যকরী ও প্রয়োজনীয় কৌশল। মাঠ পর্যায়ে পুলিশি দায়িত্ব পালনকালে যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে নিরাপদ রেখে সরকারি দায়িত্ব পালনে শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধিতে এই প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা অত্যন্ত সহায়ক হবে।
তিনি আরও বলেন, পর্যায়ক্রমে চট্টগ্রাম জেলা পুলিশের সব কর্মরত সদস্যদের এই প্রশিক্ষণ প্রদান করা হবে। এতে পুলিশের কর্মস্পৃহা বৃদ্ধি পাবে এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতেও প্রশিক্ষণটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ‘Chittagong Chinese Martial Art Wushu Academy’ এর প্রধান প্রশিক্ষকসহ অন্যান্য প্রশিক্ষক, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।