ইসরায়েলে শিগগিরই ভয়াবহ হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইরান। আল–জাজিরার খবরে বলা হয়, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের ধ্বংসাত্মক হামলা চালানো হবে।
ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাবে ইরান ব্যাপক পরিসরে প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে; এবং তা যেকোনো মুহূর্তে শুরু হতে পারে।