ইসরায়েলি হামলার পাল্টা জবাবে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার মধ্যে তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বাজছে এবং বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। খবর আলজাজিরার।
তেল আবিবের একটি ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, ভবনের একাধিক ফ্ল্যাটে এখনো আগুন জ্বলছে এবং কালো ধোঁয়া বের হচ্ছে। এমনকি ভবনটির পাশে থাকা অন্য আরেকটি ভবনেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
অপরদিকে ইসরায়েলের জরুরী বিভাগ বলছে দেশটির কমপক্ষে ৭ জন নাগরিক স্বল্প ও গুরুতর আহত হয়েছে।