1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনামঃ

ভারতে ২৪২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

ভারতের গুজরাটের আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আহমেদাবাদের মেঘহানি নামক আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি’র।

প্রতিবেদনে বলা হয়, আহমেদাবাদের সরদার ভল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি বিধ্বস্ত হয়। এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ ফ্লাইটটি লন্ডনের গ্যাটউইকে যাচ্ছিলো।

এখনও হতাহতের কোনও তথ্য জানায়নি কর্তৃপক্ষ। তবে এ দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে ধূসর ধোঁয়ার ঘন কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে। বেশকয়েকটি অ্যাম্বুলেন্স এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। বিমানবন্দর এলাকা থেকে কিছু লোককে হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। ওই এলাকার দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।

ঘটনা সম্পর্কে এখন পর্যন্ত যা জানা গেছে

বিমানটি আজ দুপুর ১টা ১৭ মিনিটে উড্ডয়ন করে এবং কয়েক মিনিট পরই আহমেদাবাদ বিমানবন্দরের কাছেই ৮২৫ ফুট উচ্চতা থেকে ভূপাতিত হয়।

ঘটনাস্থল থেকে ঘন ধূসর ধোঁয়া উঠতে দেখা গেছে। বিমানবন্দরের একটি পাশে ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়েছে, যা আশপাশের এলাকা আতঙ্কিত করেছে।

বিমানবন্দরের সংলগ্ন কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। জরুরি যানবাহনের চলাচল নিশ্চিত করতেই এই পদক্ষেপ।

দমকল বাহিনী, অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গেছে। উদ্ধারকাজ চলছে পুরোদমে।
বিধ্বস্ত হওয়া বিমানটির নাম এআই১৭১, যেটি আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আজ ১২ জুন ২০২৫ তারিখে ফ্লাইট এআই১৭১ একটি দুর্ঘটনায় পড়েছে। আমরা এখনো বিস্তারিত তথ্য যাচাই করছি এবং খুব শিগগিরই আরও তথ্য জানানো হবে।

দুর্ঘটনায় শোক প্রকাশ করে ভারতের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু বলেছেন, এই দুঃসংবাদের জন্য আমি মর্মাহত। আমি নিজে বিষয়টি তদারকি করছি। সংশ্লিষ্ট সব সংস্থা এবং উদ্ধারকারী দলকে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে। আহতদের চিকিৎসা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আপাতত নিহত বা গুরুতর আহতের সংখ্যা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে বিমানে বিপুল সংখ্যক যাত্রী থাকায় ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি