1. [email protected] : admin : Najmush Shakeer
  2. [email protected] : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১৪ জুন ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন

‘ড. ইউনূস এবং তার কিছু পোষা স্টুডেন্ট ছাড়া সবাই নির্বাচন চায়’

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ জুন, ২০২৫

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ড. ইউনূস এবং তার কিছু পোষা স্টুডেন্ট ছাড়া সবাই নির্বাচন চায়। কারণ নির্বাচিত অতি খারাপ সরকারও অনির্বাচিত সরকারের চেয়ে বেটার হয়।

সম্প্রতি একটি টকশো’তে হাজির হয়ে এসব কথা বলেন রুমিন ফারহানা। রাজনীতিবিদদের হেয় প্রতিপন্ন করা হচ্ছে জানিয়ে বিএনপির এ নেত্রী বলেন, “ওয়ান ইলেভেনের সময় যেমন রাজনীতিবিদদের চরিত্র হরণ হচ্ছিল, আমি গত কয়েকমাস ধরে দেখতে পাচ্ছি এমন।

যখন আমরা আন্দোলন করেছি তখন এরা ছাত্রলীগ হয়ে লুকিয়ে ছিল ভাই। এরা জায়গায় জায়গায় ছাত্রলীগ হয়ে লুকিয়ে ছিল। তখন নুরুল হক নুরু মার খেয়েছে, আমি সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, সাকি ভাই তখন আন্দোলন করেছে। মার খেয়েছে, রাস্তায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে, এসব দিন আমরা পার করেছি।

তো এখন তারা আমাদের কথায় কথায় ভারতের দালাল, ‘র’-এর এজেন্ট এসব বলে।”

ড. ইউনূস ও নির্দিষ্ট কিছু মানুষ ছাড়া বাকী সবাই নির্বাচন চায় জানিয়ে রুমিন ফারহানা বলেন, ‘একটা দেশে ড. ইউনূস এবং তার কিছু পোষা স্টুডেন্ট ছাড়া সবাই নির্বাচন চায়। প্রশাসন নির্বাচন চায়, রাজনৈতিক দলগুলো নির্বাচন চায়। নিবন্ধিত, অনিবন্ধিত সকল দল নির্বাচন চায়।

সেনাবাহিনী নির্বাচন চায়। বিদেশিরাও নির্বাচন চায়। নির্বাচন চায়না শুধু এ সরকার।’

বিনিয়োগ কমে যাচ্ছে উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, ‘এ সরকার না উপরে উপরের জিনিসগুলো খুব ভালো দেখায়। আশিক চৌধুরীকে নিয়ে এসে একটা চমৎকার প্রেজেন্টেশন দিলো।

কিন্তু প্রথম আলোর রিপোর্টে দেখা গেল, ২৬ শতাংশ বিনিয়োগ কমে গেছে। গত বছরের ৯ মাসের সঙ্গে এ মাসের ৯ মাস তুলনা করলে ২৬ শতাংশ কমেছে বিনিয়োগ।’

সবশেষে রুমিন ফারহানা বলেন, ‘আমি শুধু একটা কথাই বলবো। নির্বাচিত অতি খারাপ সরকারও অনির্বাচিত সরকারের চেয়ে বেটার হয়।’

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি