কুমিল্লায় সন্ধ্যায় জেল থেকে বেরিয়ে রাতেই পশুর হাটে ডাকাতির উদ্দেশ্যে বের হয়েছিলেন তিন যুবক। তাদেরকে গ্রেপ্তার করেছে সদর দক্ষিণ মডেল থানার পুলিশ। এ সময় আরও দুজন পালিয়ে যায়।
মঙ্গলবার রাতে কুমিল্লা নগরের টমছম ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিন যুবক হলেন- কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীভল্লবপুর গ্রামের খোকন মিয়ার ছেলে খায়রুল ইসলাম (৩০), সদর উপজেলার বাহুরূপা গ্রামের জসীম উদ্দীনের ছেলে মোহাম্মদ রকিবুল হাসান রিয়াদ (২৮) ও চাঁদপুর জেলার মতলব উপজেলার নয়া কান্দি গ্রামের রফিকুল ইসলাম মোল্লার ছেলে মো. সোহাগ মোল্লা (৩৫)।
বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান এসব তথ্য দেন।
তিনি বলেন, মঙ্গলবার রাতে টমছম ব্রিজ এলাকায় উপপরিদর্শক খাজু মিয়ার নেতৃত্বে একদল পুলিশ সন্দেহভাজন যানবাহনে তল্লাশি শুরু করে। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামাতে সংকেত দিলে যাত্রীবেশে থাকা খাইরুল হাসান পুলিশের উদ্দেশে অস্ত্র তাক করে। এ সময় উপপরিদর্শক খাজু মিয়া খায়রুল হাসানকে জাপটে ধরেন। এরপর উপস্থিত অন্যান্যদের সহযোগিতায় মো. রাকিবুল হাসান রিয়াদ ও সোহাগ মোল্লাকেও গ্রেপ্তার করা হয়। এ সময় আরো দুই যুবক পালিয়ে যায়। তাদের কাছ থেকে দুই রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরো জানান, গ্রেপ্তার ৪০ মামলার আসামি খায়রুল ও ১৬ মামলার আসামি মো. রাকিবুল মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা কারাগার থেকে জামিনে জেল থেকে বের হন। বের হয়ে রাত সাড়ে ১০টায় তারা সংঘবদ্ধ হয়ে ডাকাতির উদ্দেশ্য বের হন। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
আদালতে নেওয়ার পর পুলিশ রিমান্ড চাইবে বলে জানান তিনি।