1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনামঃ

ছয় বছরে প্রথমবার জি-৭ সম্মেলনে আমন্ত্রণ পাননি মোদি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

আগামী ১৫ থেকে ১৭ জুন কানাডায় অনুষ্ঠিতব্য জি-৭ শীর্ষ সম্মেলনে এখনও আনুষ্ঠানিকভাবে ভারতকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানা গেছে। ফলে চলতি বছরের জি-৭ সম্মেলনে কানাডা সফরে যাচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ছয় বছরে এই প্রথম তিনি এই আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিচ্ছেন না বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র। খবর ইন্ডিয়া টুডের।

জি-৭ হলো শিল্পোন্নত পশ্চিমা দেশ এবং জাপানের একটি অনানুষ্ঠানিক জোট। ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা এই গ্রুপের সদস্য। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্ব ব্যাংক এবং জাতিসংঘের প্রতিনিধিও এই সম্মেলনে উপস্থিত থাকেন।

এবারের সম্মেলনে দক্ষিণ আফ্রিকা, ইউক্রেন ও অস্ট্রেলিয়া ইতিমধ্যেই অংশগ্রহণের সম্মতি দিয়েছে। তবে ভারতের প্রধানমন্ত্রী মোদির অংশগ্রহণ নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে।

সূত্র জানায়, ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক বর্তমানে বেশ উত্তপ্ত এবং সম্পর্ক উন্নয়ন না ঘটলে এমন উচ্চপর্যায়ের সফরে যাওয়ার সম্ভাবনা নেই মোদির। এছাড়া ভবিষ্যতে মোদির কানাডা সফরের ক্ষেত্রে নিরাপত্তা ইস্যুও বড় বাধা হতে পারে বলে জানানো হয়েছে।

গত মাসে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দু’বার জানায়, প্রধানমন্ত্রী মোদির কানাডা সফর নিয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

অন্যদিকে, কানাডার পররাষ্ট্রমন্ত্রী অঙ্কিতা আনন্দ দেশটির পত্রিকা দ্যা গ্লোব এন্ড মেইলকে বলেন, সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন সরকার ভারত-কানাডা সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী। তবে তিনি স্বীকার করেন, খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজ্জারের কানাডায় হত্যাকাণ্ড দুই দেশের সম্পর্কে মারাত্মক প্রভাব ফেলেছে।

উল্লেখ্য, কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরাসরি মোদি সরকারের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলেন, যা ভারত জোরালোভাবে প্রত্যাখ্যান করে “অমূলক” বলে আখ্যা দেয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি