1. [email protected] : admin : Najmush Shakeer
  2. [email protected] : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১৪ জুন ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন

‘নগদে’ প্রশাসকের কাজ চালাতে বাধা নেই: আপিল বিভাগ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’ পরিচালনায় প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করে দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।

সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে ‘নগদ’ পরিচালনায় প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করে চেম্বার আদালতের দেওয়া আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করে
বাংলাদেশ ব্যাংক। আদালতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানি করেন আইনজীবী বি এম ইলিয়াস কচি।

আদেশের পর তিনি সাংবাদিকদের বলেন, আপিল বিভাগের আদেশের ফলে প্রশাসকের কার্যক্রম পরিচালনায় আইনগত কোনো বাধা নেই।

গত বছরের ২১ আগস্ট বাংলাদেশ ব্যাংক নগদে প্রশাসক নিয়োগ বিষয়ে অভ্যন্তরীণ আদেশ জারি করে। প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে নগদের স্বতন্ত্র পরিচালক মো. শাফায়েত আলমের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট ‘নগদে’ প্রশাসক নিয়োগ প্রশ্নে রুল দেন। পরে রুল বিচারাধীন থাকা অবস্থায় প্রশাসকের নীতিগত কার্যক্রম পরিচালনা নিয়ে নিষেধাজ্ঞা চেয়ে রিট আবেদনকারী সম্পূরক আবেদন করেন।

এর শুনানি নিয়ে গত বছরের ১৮ ডিসেম্বর হাইকোর্ট প্রশাসকের অভ্যন্তরীণ বিষয়ে কার্যক্রম পরিচালনায় পক্ষগুলোকে অন্তর্বর্তী সময়ের জন্য স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দেন। পরে মেয়াদ বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় গত ১৬ ফেব্রুয়ারি রুলেরচূড়ান্ত শুনানি শেষে রিটটি গ্রহণযোগ্য নয় বলে খারিজ করেন হাইকোর্ট।

রায়ে বলা হয়, আইন বাস্তবায়ন করেই বাংলাদেশ ব্যাংক নগদে প্রশাসক নিয়োগ দিয়েছে। এরপর হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে শাফায়েত আলম আপিল বিভাগে আবেদন করেন। ওই আবদেনর শুনানি নিয়ে ৭ মে আপিল বিভাগের চেম্বার হাইকোর্টের রায়টি আট সপ্তাহের জন্য স্থগিত করেন। পাশাপাশি ওই সময়ের মধ্যে লিভ টু আপিল দায়ের করতে বলা হয়। পরে চেম্বার আদালতের আদেশ বাতিল চেয়ে আপিল বিভাগে আবেদন করে বাংলাদেশ ব্যাংক। আজ ওই আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের চেম্বার আদালতের আদেশ স্থগিত করেন আপিল বিভাগ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি