ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ মাহবুবুর রহমান দুলালকে বাসা থেকে আটক করেছে পুলিশ।
শনিবার (৮ মার্চ) রাতে নগরীর সানকিপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান জানান, মাহবুবুর রহমান দুলালের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’
উল্লেখ্য, এর আগেও মাহবুবুর রহমান দুলাল বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।
গত বছরের ৩ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তাকে র্যাব-১৪ গ্রেপ্তার করেছিল।
এছাড়া, ২০২৪ সালের ২০ নভেম্বর ময়মনসিংহে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ৮ নেতাকে গ্রেপ্তার করা হয়, যেখানে মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন।