1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ অপরাহ্ন

ইউএনওর ফোন ক্লোন করে এসআইয়ের কাছ থেকে টাকা আদায়

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

রংপুরের তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানার অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে তারাগঞ্জ থানার এসআই জোবায়ের রহমানের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া আরও বিভিন্ন লোকজনকেও ফোনে টাকার কথা বলা হয়েছে।

রোববার দুপুরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের একাউন্টে একটি সর্তকর্তামূলক পোস্ট করেছেন ভুক্তভোগী ইউএনও।

ইউএনও রুবেল রানা জানান, অজ্ঞাতরা সরকারি মোবাইল নম্বর (০১৭৬১৪৯১৩২১) ক্লোন করে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের কাছে ইউএনও পরিচয়ে টাকা দাবি করে আসছিল। বিষয়টি রোববার স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন শিক্ষার্থী তাকে অবগত করেছেন।

তিনি বলেন, আমার সরকারি নম্বর থেকে কল করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে। একজন টাকা দিয়েও প্রতারণার শিকার হয়েছেন। ঘটনা জানার পর এই বিষয়ে ব্যবস্থা নিতে তারাগঞ্জ থানার পুলিশকে অবগত করেছি।

তিনি আরও বলেন, এ ধরনের প্রতারণার শিকার যেন মানুষ না হয়, তাই অফিশিয়াল ফেসবুকে সতর্কতামূলক বার্তা দিয়েছি। অজ্ঞাত প্রতারক চক্রটি উপজেলার থানার পুলিশসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছ থেকে টাকা দাবি করেন।

রোববার দুপুরে চক্রটি ওই মোবাইল নম্বরটি দিয়ে থানার এসআই জোবায়ের রহমানকে বলেন, তিনি যেন তাৎক্ষণিকভাবে পুলিশ ভ্যান নিয়ে উপজেলা চত্বরে টাকা পাঠিয়ে দেন। ইউএনওর ফোন পেয়ে এসআই জোবায়ের থানার ডিউটি অফিসারকে জানালেন। পরে তিনি একদল পুলিশ ফোর্স নিয়ে উপজেলা চত্বরে যান।

পরে ওই চক্রটি পুলিশ ফোর্সের ড্রাইভারকে মোবাইল করে দুইটি নম্বরে টাকা পাঠাতে বলেন। ড্রাইভার খয়বার হোসেন কিছু বুঝে ওঠার আগেই পাশে থাকা বিকাশের দোকানে গিয়ে ১৪ হাজার টাকা পাঠিয়ে দেন।

তারাগঞ্জ থানার ওসি সাঈদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং এ বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি